মরহুম নূর আহমদ চট্টগ্রাম পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান যিনি ১৯২১ সালে দায়িত্ব নেয়ার পর ১৯৫৪ সাল পর্যন্ত দীর্ঘ তেত্রিশ বছর চট্টগ্রাম শহরের পরিচ্ছন্নতা, আলোকায়ন, অবকাঠামোর উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের পাশাপাশি নতুন প্রজন্মের মেধার বিকাশ ও দেশ-জাতির উন্নয়নে শিক্ষা নামক বৃক্ষের যে বীজ বপন করেছিলেন তা আজ মহীরুহে রূপ নিয়েছে। তিনি চিটাগাং মিউনিসিপ্যালটির পরিচালনায় ১৯২৭ খ্রি.-এ পৌরসভা এলাকায় অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন। এটি শুধু চট্টগ্রাম নয়; পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য একটি স্মরণীয় অধ্যায় ও যুগান্তকারী পদক্ষেপ। এক বছর পর তিনি ১৯২৮ খ্রি.-এ অবৈতনিক প্রাথমিক শিক্ষাকে মেয়েদের জন্য বাধ্যতামূলক করে বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নূর আহমদ চেয়ারম্যানের মৃত্যুর প্রায় ২৮ বছর পর ১৯৮২ সালে চট্টগ্রাম পৌরসভা পৌর কর্পোরেশনে রূপান্তর হয় এবং ১৯৮৯ সালে সিটি কর্পোরেশনে পরিণত হয়। দীর্ঘ এ সময়ে (১৯৫৪-২০১৫ সাল) ৫জন চেয়ারম্যান, ১৪জন প্রশাসক ও ৭ জন মেয়র নগরবাসীর অভিভাবকের দায়িত্ব পালন করেন। দেখা যায়, তাঁরা প্রত্যেকেই শিক্ষার প্রজ্জ্বলিত আলো আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার প্রয়াস অব্যাহত রেখেছিলেন। মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন দায়িত্বভার গ্রহণের সাথে সাথে পূর্বসূরীদের এ অনন্য, অসাধারণ অবদানকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে আগামীর চট্টগ্রামের জন্য শিক্ষাকে যুগোপোযুগী ও গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বতন্ত্র, অনন্য বৈশিষ্ট্যপূর্ণ শিক্ষা বিভাগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ মধ্যে ১টি বিশ্ববিদ্যালয়, ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি কলেজ, , একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ইনস্টিটিউট, ৫টি কম্পিউটার ক্যাম্পাস, ৭টি কিন্ডার গার্টেন, ২টি প্রাথমিক বিদ্যালয়, ৩০০টি ফোরকানিয়া মাদ্রাসা, ৯টি মসজিদ, ৪টি সংস্কৃত টোল, ১টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, ১টি গণশিক্ষা কেন্দ্র, ১টি থিয়েটার ইনস্টিটিউটও ১টি সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি। সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে _________ হাজার, কলেজ পর্যায়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ২০ হাজার মাধ্যমিকে পর্যায়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ৪০ হাজার এবং প্রাইমারি ও কিন্ডার গার্টেনে শিক্ষার্থী রয়েছে ৫ হাজার। মোট শিক্ষক-কর্মচারি রয়েছে স্থায়ী ________ জন ও অস্থায়ী ________ জন। এদের মধ্যে শিক্ষার্থীদের সংগীত প্রশিক্ষণের জন্য ________ জন সংগীত, নৃত্য ও তবলা শিক্ষক রয়েছেন।
হালনাগাত চলমান